05 Jan
05Jan

২৯ ডিসেম্বর ২০২৩ ভারতীয় সংবাদামাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এমন ঘটনা তুলে ধরা হয়েছে। এবার এমন এক ঘটনা সামনে এসেছে যেখানে শিক্ষার্থীরা বিনোদন না পেলেও শিক্ষিকার বিনোদন নিয়ে হৈ চৈ লেগে গেছে। শিক্ষার্থীদের বিনোদনের শিক্ষামূলক পর্ব হলো শিক্ষা সফর। যা মূল উদ্দেশ্যই থাকে গঠনমূলক পন্থায় শিক্ষার্থীদের বিনোদন দেওয়া। সম্প্রতি শিক্ষা সফরে গিয়ে শিক্ষার্থী-শিক্ষিকার কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। যা নিয়ে নানা প্রতিক্রিয়া জানিয়েছেন নেটিজেনরা। সেখানে দেখো গেছে, শিক্ষা সফরে গিয়ে আপত্তিকর ছবি তুলেছেন শিক্ষার্থী-শিক্ষিকা।

আমিত রাজাওয়াত নামের এক ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ছবিগুলো শেয়ার করেন। ছবিতে তাদের জড়িয়ে ধরে ও চুমু খেতে দেখা গিয়েছে। একটি ছবিতে ওই শিক্ষার্থীকে তার শিক্ষিকাকে কোলে তুলে নিতে দেখা যায়। আমিত লেখেন সমাজ এখন কোথায় যাচ্ছে। কর্ণাটকের চিক্কাবাল্লাপুর জেলায় মুরুগামাল্লা সরকারি স্কুলের শিক্ষিকা ও দশম শ্রেণির শিক্ষার্থীর রোমান্টিক ছবি ভাইরাল হয়ে গিয়েছে। ঘটনার বিষয়ে ব্লক শিক্ষা অফিসারের কাছে অভিভাবকেরা অভিযোগ দায়ের করেছেন। তারা শিক্ষিকার আচরণের তদন্তের দাবি জানিয়েছেন।

ওই শিক্ষিকা- শিক্ষার্থীর পরিচয় প্রকাশ করা হয়নি। তবে ছবি ছড়িয়ে পড়ায় তা নিয়ে ব্যবহারকারীরা নানা রকম বিচিত্র মন্তব্য করেছেন। এক ব্যবহাররকারী লিখেছেন, শিক্ষার্থীর বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নিতে হবে। সেও নির্দোষ নয়। আরেকজন ব্যবহারকারী লিখেন, শিক্ষার্থীকে শিক্ষিকা বিভিন্ন স্টাইলে ভালোবাসা শেখাচ্ছেন। আরেকজন ব্যবহারকারী লিখেছেন, এ নিয়ে কোনো হৈ চৈ হচ্ছে? যদি পদক্ষেপ নিতে হয় তাহলে তাদের দুজনকেই শাস্তির আওতায় আনা উচিৎ।

এ ঘটনায় অভিযোগ দায়ের করার পর শিক্ষা কর্মকর্তা স্কুল পরিদর্শন করেছেন। তিনি সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে, যথাযথ তদন্ত ছাড়া তিনি কোনো ধরনের মন্তব্য করেবেন না।

মন্তব্য
* ইমেলটি ওয়েবসাইটে প্রকাশিত হবে না।