চীনের উত্তর-পশ্চিমাঞ্চলে ৬ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১১৬ জন নিহত এবং ২২০ জন আহত হয়েছেন। বিবিসি জানায়, স্থানীয় সময় সোমবার মধ্যরাতে (জিএমটি ১৬:০০) গানসু প্রদেশ শক্তিশালী ওই ভূমিকম্পে কেঁপে ওঠে। প্রতিবেশী কুইনঘাই প্রদেশ থেকেও কম্পন অনুভূত হয়েছে। মাইনাস ১৪ ডিগ্রি তাপমাত্রার হাড়হিম করা ঠাণ্ডায় খালি হাতে শত শত উদ্ধারকর্মী ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তা করার চেষ্টা করেছেন।
গানসুতে ভূমিকম্পের কয়েকঘণ্টা পর স্থানীয় সময় মঙ্গলবার ভোরে ৫ দশমিক ৫ মাত্রার আরেকটি ভূমিকম্পে কেঁপে ওঠে জিনজিয়াং প্রদেশ। সেখানে ক্ষয়ক্ষতির খবর এখনো পাওয়া যায়নি। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং গানসুতে পূর্ণমাত্রায় উদ্ধার কাজ শুরু করার নির্দেশ দিয়েছেন।
চীনা হুই মুসলমানদের স্বায়ত্তশাসিত অঞ্চল লিনজিয়া হুই থেকেও ভূমিকম্প অনুভূত হয়েছে। চীনা কর্তৃপক্ষ রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ৬ দশমিক ২ বললেও ইউএস জিওলজিক্যাল সার্ভের (ইউএসজিএস) রেকর্ড অনুযায়ী এটির মাত্রা ছিল ৫ দশমিক ৯। ওই ভূমিকম্পের পর আরো প্রায় ১০ বার পরাঘাত অনুভূত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। ভূমিকম্পের যেসব ছবি ছড়িয়ে পড়েছে তাতে দেখা যাচ্ছে, আহতদের হাসপাতালে ভর্তি করা হচ্ছে এবং উদ্ধারকর্মীরা ধসে পড়া ভবনের ধ্বংসস্তুপের মধ্যে আটকে পড়াদের উদ্ধারের চেষ্টা করছেন। মঙ্গলবার জিশিশান কাউন্টির স্থানীয় প্রশাসন থেকে এক সংবাদ সম্মেলনে গানসুতে ১০৫ জন নিহত এবং আরো ৯৬ জন আহত হওয়ার খবর দেওয়া হয়েছে। চীনের রাষ্ট্রায়াত্ত সংবাদ সংস্থা সিনহুয়ার খবরে আরো বলা হয়েছে, প্রতিবেশী কুইনঘাই প্রদেশে মারা গেছেন ১১ জন এবং আহত হয়েছেন ১২৪ জন। স্থানীয় প্রশাসন থেকে যেখানে উদ্ধার কাজ চলছে তার আশেপাশে ভিড় না করতে লোকজনকে অনুরোধ করা হয়েছে। সেইসঙ্গে জরুরি উদ্ধার কাজ যাতে বাধাগ্রস্ত না হয় তাই সড়কগুলোকে যানজট মুক্ত রাখারও নির্দেশ দেওয়া হয়েছে।