মারা গেছেন ‘আমার এ দুটি চোখ পাথর তো নয়’- গীতিকার জাহিদুল হক

১৫ জানুয়ারি ঢাকায় দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ‘আমার এ দুটি চোখ পাথর তো নয়’সহ অজস্র কালজয়ী গানের গীতিকার জাহিদুল `ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন`। মৃত্যুকালে তার বয়স ৭৫ বছর। তিনি ষাটের দশকের বিশিষ্ট কবি ও গীতিকার।

আরও পড়ুন  
টম উইলকিনসন আর নেই

অভিনেতা টম ২০০১ সালে ‘ইন দ্য বেডরুম’ সিনেমার জন্য সেরা অভিনেতা বিভাগে অস্কারের মনোনয়ন পান। ৩০ ডিসেম্বর২০২৩ নিজ বাড়িতে মারা যান তিনি

আরও পড়ুন  
পণ্ডিত ভবানী শঙ্কর মারা গেছেন

পণ্ডিত ভবানী শঙ্কর জন্মগ্রহণ করেন ১৯৫৬ সালে । শৈশব ছোটই সুরের মাঝে বড় হয়েছেন তিনি। আট বছর বয়স থেকে তবলা ও পাখওয়াজে তালিম নেওয়া শুরু করেন।

আরও পড়ুন  
অভিনেতা এবং নাট্যকার মনোজ মিত্রের আজ  জন্মদিন

মনোজ মিত্র; অভিনেতা এবং নাট্যকার। ২২ ডিসেম্বার জন্ম গ্রহণ করেন ব্রিটিশ ভারতের সাতক্ষীরা জেলার ধূলিহর গ্রামে। মঞ্চনাটকে তাঁর অভিনয় শুরু ১৯৫৭ সালে কলকাতায় এবং চলচ্চিত্রে ১৯৭৯ সালে।

আরও পড়ুন