১৯৩৮ সালের ২২ ডিসেম্বার জন্ম গ্রহণ করেন ব্রিটিশ ভারতের সাতক্ষীরা জেলার ধূলিহর গ্রামে। মঞ্চনাটকে তাঁর অভিনয় শুরু ১৯৫৭ সালে কলকাতায় এবং চলচ্চিত্রে ১৯৭৯ সালে। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে নাট্যকলা বিভাগের অধ্যক্ষ হিসেবে যোগ দেওয়ার আগে বিভিন্ন কলেজে দর্শন বিষয়েও শিক্ষকতা করেছেন।
১৯৭২ সালে চাঁক ভাঙা মধু ; নাটকের মাধ্যমে তিনি খ্যাতির সারিতে আসেন। নাটকটি মঞ্চনির্দেশনা দিয়েছিলেন বিভাষ চক্রবর্তী।
তিনি দীনবন্ধু পুরস্কার ২০১২ এবং কলাকার পুরস্কার সহ বহুপুরস্কারে ভূষিত হন।
আজ এই মহান লেখকের জন্মদিনে আমরা জানায় প্রাণডালা ভালাবাসা ও শুভকামনা। শুভ জন্মদিন প্রিয় নাট্যকার মনোজ মিত্র ।