১৫ জানুয়ারি ঢাকায় দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ‘আমার এ দুটি চোখ পাথর তো নয়’সহ অজস্র কালজয়ী গানের গীতিকার জাহিদুল `ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন`। মৃত্যুকালে তার বয়স ৭৫ বছর। তিনি ষাটের দশকের বিশিষ্ট কবি ও গীতিকার। চট্টগ্রামের নগেন্দ্রচন্দ্র উচ্চ বিদ্যালয় থেকে ১৯৬৩ সালে মাধ্যমিক পাস করেন। ১৯৬৬ সালে ফেনী সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬৯ সালে স্নাতক ডিগ্রি অর্জন করেন।
তার প্রথম কবিতা স্কুলজীবনে প্রকাশ হয় ১৯৬৫ সালে দৈনিক সংবাদের ঈদ সংখ্যায়। তিনি বাংলা একাডেমির একজন ফেলো। বাংলাদেশ বেতারে তিনি উপমহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া রেডিও ডয়েচে-ভেলের সিনিয়র এডিটর ও ব্রডকাস্টার হিসেবে কাজ করেছেন। দৈনিক সংবাদের সিনিয়র সহকারী সম্পাদক এবং ‘বেতার বাংলা’ পত্রিকার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশ ফিল্ম সেন্সর বোর্ডের সদস্য ছিলেন। রেডিওতে রেকর্ডকৃত তার প্রথম গানটি পরে ‘মহানায়ক’ ছবিতে যুক্ত হয় ১৯৭৮ সালে। গানটির সুর করেছেন শেখ সাদী খান। জাহিদুল হকের কবিতা, উপন্যাস, ছোটগল্প গান মিলিয়ে প্রকাশিত গ্রন্থের সংখ্যা ১৮টি। তার প্রথম কবিতার বই ‘পকেট ভর্তি মেঘ’ প্রকাশ হয় ১৯৮২ সালে। উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে-পকেট ভর্তি মেঘ(১৯৮১), তোমার হোমার(১৯৮৪), নীল দূতাবাস (১৯৮৫), সেই নিঃশ্বাসগুচ্ছ(১৯৮৯), পারীগুচ্ছ ও অন্যান্য কবিতা(১৯৯৪), এই ট্রেনটির নাম গার্সিয়া লোরকা(১৯৯৬), এ উৎসবে আমি একা(১৯৯৭)।