07 Jan
07Jan

পশ্চিমবঙ্গে একটি বাংলাদেশি পণ্যবাহী জাহাজে আগুনের ঘটনা ঘটেছে। দক্ষিণ ২৪ পরগণার কাকদ্বীপে মুড়িগঙ্গা নদীর চরে দাঁড়িয়ে থাকা অবস্থায় আকাস্থা নামের জাহাজটিতে আগুন লাগে।

৬ জানুয়ারি সকালে এ ঘটনা ঘটে। জাহাজটিতে মেরামতের সময় লাগা এ আগুন মুহূর্তেই বিধ্বংসী রূপ নেয়। প্রাথমিকভাবে জাহাজের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। কিন্তু আগুন দ্রুত ছড়াতে থাকলে দমকল বাহিনীকে খবর দেওয়া হয়। দমকল বাহিনী আগুন নেভানোর কাজ শুরু করে। পরে হারউড পয়েন্ট কোস্টাল থানার পুলিশও ঘটনাস্থলে পৌঁছায়। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

জেলা এসপি অফিসের পেছনে মুড়িগঙ্গা নদীর চরে দাঁড়িয়ে থাকা জাহাজটিতে মেরামতের কাজ চলছিল। এর জন্য সেখানে প্রচুর গ্যাসের সিলিন্ডার রাখা ছিল। এ ছাড়া জাহাজের মধ্যে জ্বালানিও ছিল। সকালে আগুনের ফুলকি থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ইঞ্জিন থেকে আগুন দ্রুত ছড়িয়ে পড়তে থাকে। জাহাজটিতে প্রায় ছয় মাস ধরে মেরামতের কাজ চলছিল ।

খোঁজ নিয়ে জানা যায়, পণ্যবাহী এ জাহাজটির আন্ডার গ্রাউন্ডে প্রচুর তেল আছে। একইসঙ্গে জাহাজটিতে মেরামতের কাজ চলার কারণে প্রচুর পরিমাণে গ্যাসের সিলিন্ডারও আনা হয়েছে। এমন অবস্থায় আগুনের ঘটনাটি গোটা উপকূলে রীতিমতো আতঙ্ক সৃষ্টি করে। জাহাজটিতে মোট ১১ জন ক্রু ছিল তারা সবাই সুরক্ষিত আছেন।

মন্তব্য
* ইমেলটি ওয়েবসাইটে প্রকাশিত হবে না।