09 Dec

পুঁজি ছোট হলেও নিউজিল্যান্ড ব্যাটারদের চাপে রেখেছিল বাংলাদেশের বোলাররা। ৬৯ রানের মধ্যে তুলে নিয়েছিলেন সফরকারীদের ৬ উইকেট। জয়ের আশা জাগিয়েই চা-বিরতিতে গিয়েছিল টাইগাররা। তবে বিরতির পর চাপ ধরে রাখতে পারেননি স্বাগতিকরা। ওয়ানডে স্টাইলে ব্যাটিং করে নিউজিল্যান্ডকে জয়ের বন্দরে নিয়ে যান গ্লেন ফিলিপস ও মিচেল স্যান্টনার। ১৩৯ রান তাড়ায় ৪ উইকেটে জিতেছে নিউজিল্যান্ড। ফিলিপস ৪৮ বলে এক ছক্কা ও চারটি চারে করেন ৪০ রান। তার সঙ্গে ৭৭ বলে ৭০ রানের জুটি উপহার দেওয়া স্যান্টনার ৩৯ বলে তিন চার ও এক ছক্কায় করেন ৩৫ রান। প্রথম ম্যাচে বাংলাদেশ জেতায় ও দ্বিতীয় ম্যাচ হারায় ১-১ এ ড্র হয়েছে দুই ম্যাচের এই সিরিজ।

মন্তব্য
* ইমেলটি ওয়েবসাইটে প্রকাশিত হবে না।