ছবি : মীর ফরিদ
বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার প্রথম আন্তর্জাতিক প্রীতি ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে। রবিবার এই ফিফা প্রীতি ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হলো বসুন্ধরা কিংস অ্যারেনার। যা দেশের ফুটবলে এক নতুন ইতিহাস। দেশের কোনো ক্লাবের নিজস্ব মাঠে এই প্রথম অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক ম্যাচ।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবলের পসরা সাজিয়ে বসে বাংলাদেশ। সেই তুলনায় আফগানিস্তান আক্রমণের সুযোগ তৈরি করতে পারল কমই। সপ্তম মিনিটে বক্সের ডান প্রান্ত থেকে সতীর্থের উদ্দেশে ক্রস করেন রাকিব হোসেন। তবে বক্সে থাকা মোরসালিন ক্রস রিসিভ করতে পারেননি।
১৬তম মিনিটে বক্সের ঠিক বাইরে সোহেল রানা ফাউলের শিকার হলে ফ্রি কিক পায় বাংলাদেশ। জামাল ভূঁইয়ার নেওয়া ফ্রি কিক কাজে লাগাতে পারেননি সতীর্থরা।
২২তম মিনিটে দারুণ এক গোলের সুযোগ তৈরি করেছিল বাংলাদেশ। মোরসালিনের বাড়িয়ে দেওয়া বল ডি বক্সের ভেতর পেয়ে যান রাকিব।