15 Apr
15Apr

যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) এক ম্যাচ পর ফের জয়ে ফিরল ইন্টার মায়ামি। বর্তমান চ্যাম্পিয়ন লস অ্যাঞ্জেলসের মাঠে গিয়ে তাদেরকে ৩-১ ব্যবধানে হারিয়েছে মেসি বাহিনী। গোল না পেলেও মেসি পেয়েছেন দুইটি অ্যাসিস্ট।  

বিএমও স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল এমএলএসের বর্তমান চ্যাম্পিয়ন লস অ্যাঞ্জেলস। 

কিন্তু ইন্টার মায়ামিকে বিপদ থেকে রক্ষা করেন গোলরক্ষক ক্যালেন্ডার। ১৪ মিনিটে মায়ামি এগিয়ে যায় ফাকুন্দো ফারিয়াসের গোলে। ক্লাবটির জার্সিতে এটাই তার প্রথম গোল। 


বিরতির পর ৫১ মিনিটে মেসির পাস থেকে ব্যবধান দ্বিগুণ করেন জর্দি আলবা।


৮৩ মিনিটে লিওনার্দো কাম্পানাকে দিয়ে আবারও গোল বানিয়ে দেন মেসি। শেষ মুহূর্তে লস অ্যাঞ্জেলস এক গোল শোধ দিলেও তা মায়ামির জয়ের পথে বাধা হয়ে দাঁড়ায়নি। 


এই জয়ে এমএলএসের ইস্টার্ন কনফারেন্সে ২৫ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে ১৪তে আছে মায়ামি। টেবিলের তাদের পরের অবস্থান ঠিক তলানিতে থাকা টরোন্টোর সংগ্রহ ২২ পয়েন্ট।  

মন্তব্য
* ইমেলটি ওয়েবসাইটে প্রকাশিত হবে না।