17 Dec
17Dec

বাংলাদেশের শুরুটাও ছিল দুর্দান্ত। ওপেনিং জুটিতে ৬৬ রান তোলেন শামীমা সুলতানা ও ফারজানা হক পিংকি। দ্বিতীয় উইকেটে পিংকির সঙ্গে ১৩৪ রানের জুটি হয় মুর্শিদার। একপাশ আগলে দ্রুত রান তোলেন তিনি। দলকে ২৫০ রানে পৌঁছে দিতে ১০০ বলে খেলেন ৯১ রানের অপরাজিত ইনিংস।বাংলাদেশের শুরুটাও ছিল দুর্দান্ত। ওপেনিং জুটিতে ৬৬ রান তোলেন শামীমা সুলতানা ও ফারজানা হক পিংকি। দ্বিতীয় উইকেটে পিংকির সঙ্গে ১৩৪ রানের জুটি হয় মুর্শিদার। একপাশ আগলে দ্রুত রান তোলেন তিনি। দলকে ২৫০ রানে পৌঁছে দিতে ১০০ বলে খেলেন ৯১ রানের অপরাজিত ইনিংস।

দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশের একের পর এক ঐতিহাসিক জয়ের ধারা বয়েই চলছে। টি-টোয়েন্টির পর এবার ওয়ানডে সিরিজের শুরুতেই প্রোটিয়াদের ১১৯ রানের ব্যবধানে হারাল নিগার সুলতানা জ্যোতির দল। দারুণ জয়ে তিন ম্যাচের সিরিজ ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ।

দক্ষিণ আফ্রিকার ইস্ট লন্ডনে আগে ব্যাটিং করে স্কোর বোর্ডে ৩ উইকেটে ২৫০ রান যোগ করে বাংলাদেশ। একটাই ৯১ রানের দুর্দান্ত ইনিংসে অপরাজিত ছিলেন মুর্শিদা খাতুন। বাংলাদেশের রানের পাহাড়ে চাপা পড়েছে স্বাগতিকরা। ১৩১ রানে ইনিংস গুটিয়ে যায় তারা। ম্যাচসেরা হন মুর্শিদা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের ওয়ানডেতে জয় বলতেই ছিল দুটি। সেটাও আবার ২০১২ ও ২০১৭ সালে দেশের মাটিতে। এরপর বিভিন্ন সময় দেখা হলেও জেতা হয়নি কখনো। অবশেষে প্রতিপক্ষের মাটিতে জয়ের দেখা পেয়েছেন জ্যোতিরা।

রান তাড়ায় শুরুতেই চাপে পড়ে প্রোটিয়ারা। একপাশে সুলতানা খাতুন, অপরপাশে মারুফার তোপে দ্রুতই ভাঙে টপ অর্ডার। এরপর ছোট কিছু জুটি হলেও রাবেয়া খান, নাহিদা আক্তারদের স্পিন ঘূর্ণিতে ১৩১ রানে থেমে যায় স্বাগতিকদের ইনিংস।

মন্তব্য
* ইমেলটি ওয়েবসাইটে প্রকাশিত হবে না।