খেলা এখন(এসিসি) ইউটিউব চ্যানেলে।
ভারতের বিপক্ষে ম্যাচ মানেই অন্যরকম আবহাওয়া। হোক সেটা জাতীয় দল কিংবা বয়ভিত্তিক পর্যায়। গত কয়েক বছরে দুই দেশের অনূর্ধ্ব-১৯ দলের মধ্যকার লড়াই বেশ জমে ওঠেছে। এবার এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি দুই দল। ফাইনালে ওঠার লড়াইয়ে টিম ইন্ডিয়াকে ব্যাটিংয়ে পাঠাল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বী।
খেলা ইউটিউব চ্যানেলে।
দুবাইয়ে চলমান বয়সভিত্তিক টুর্নামেন্টটিতে গ্রুপ ‘এ’ থেকে সেমিফাইনাল নিশ্চিত করেছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান ও ভারত। অন্যদিকে, ‘বি’ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। এছাড়া এই গ্রুপটি থেকে আরেক সেমিফাইনালিস্ট সংযুক্ত আরব আমিরাত।
শুক্রবার (১৫ ডিসেম্বর) দুবাইয়ের আইসিসি একাডেমি ওভালের ২ নম্বর মাঠে ম্যাচটি শুরু হয়েছে বাংলাদেশ সময় বেলা সাড়ে ১১টায়। সরাসরি দেখা যাচ্ছে(এসিসি) ইউটিউব চ্যানেলে