19 Jan
19Jan

১৯ জানুয়ারি শুরু হচ্ছে বিপিএলের দশম আসর। প্রথম ম্যাচেই মাঠের লড়াইয়ে নামবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও দুর্দান্ত ঢাকা। দুদলের শক্তিমত্তায় ঢাকা পিছিয়ে থাকলেও ঢাকার স্কোয়াডে রয়েছেন দেশসেরা দুই পেসার তাসকিন আহমেদ ও শরীফুল ইসলাম। ফ্রাঞ্চাইজিটির ডেপুটি অধিনায়ক তাসকিন জানালেন সুযোগ পেলে বাংলাদেশ দলের নেতৃত্বও দিতে চান। ১৮ জানুয়ারি মিরপুর একাডেমি মাঠে সংবাদমাধ্যমের মুখোমুখি হন তাসকিন আহমেদ। ঢাকার নেতৃত্বের প্রসঙ্গ উঠতেই টাইগার পেসার জানান ভবিষ্যতে জাতীয় দলের অধিনায়ক হওয়ার স্বপ্ন রয়েছে তার।

আসন্ন বিপিএলে দুর্দান্ত ঢাকার অধিনায়কের দায়িত্ব পালন করবেন মোসাদ্দেক হোসেন সৈকত। আর সহঅধিনায়ক হিসেবে এই অলরাউন্ডারকে সাহায্য করবেন তাসকিন। নেতৃত্বের পাশাপাশি নিজের প্রধান কাজ বোলিংয়ে মনোযোগ দিতে চান। প্রশ্নের উত্তরে তাসিকন বলেনবলেন, ‘জি, অবশ্যই বাংলাদেশ দলের অধিনায়ক হতে চাই। কেন না, সব খেলোয়াড়ের জন্যই স্বপ্ন থাকে দলকে নেতৃত্ব দেওয়ার। ধাপে ধাপে সবকিছুই হবে এক সময়।’ দুর্দান্ত ঢাকা সম্পর্কে বলেন, ‘আমাদের দলটা অনেক তরুণ। সুজন স্যার আছেন, মোসাদ্দেক আছে, আমিও আছি। আরও অনেক অভিজ্ঞ ক্রিকেটার আছে। হয়তো প্রাপ্যতা সাপেক্ষে অনেক বিদেশি ক্রিকেটার আসবে দেরিতে, কাউকে সঠিক সময়ে পাওয়া যাবে না।’

আরও বলেন, ‘নতুন কিছু না নিজের যে শক্তির জায়গা আছে, সেটা যদি কার্যকর করতে পারি। দিন শেষে আসলে ফলাফলটাই কাউন্ট হবে কতটুকু ভালো পারফরম্যান্স করতে পারি। বেসিকগুলো ঠিক রেখে আরও ঝালাই করে আমার পারফরম্যান্সটা যেন দলের জন্য ইফেক্টিভ হয়।’ আগামীকাল দুপুর আড়াইটায় কুমিল্লার মুখোমুখি হবে ঢাকা। দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা সাড়ে ৭টায় মুখোমুখি হবে সিলেট স্ট্রাইকার্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

মন্তব্য
* ইমেলটি ওয়েবসাইটে প্রকাশিত হবে না।