19 Jan
19Jan

গত ১৮ জানুয়ারি এ ঘটনা ঘটে। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের কুশালপুর গ্রামে বিয়ের দাবি নিয়ে প্রেমিকের বাড়িতে অনশন করছেন প্রেমিকা। সেদিন বিকেলে নোয়াখালীর সোনাইমুড়ি থেকে কমলগঞ্জ উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের কুশালপুর গ্রামে প্রেমিক উজ্জ্বলের বাড়িতে এসে অনশন শুরু করেন ওই প্রেমিকা। জানা যায়, গত রমজানে ফেসবুকের মাধ্যমে ওই নারীর সঙ্গে প্রেমিক উজ্জ্বলের পরিচয় হয়। অনশনে থাকা ওই নারী জানান, প্রায় ১ বছর ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে। প্রেমিক উজ্জ্বল বারবার বিয়ের প্রতিশ্রুতি দিলেও এখন সে অস্বীকার করছে। তার পরিবারও এই সম্পর্ক মানতে নারাজ। এই পরিস্থিতিতে বাধ্য হয়ে প্রেমিকের বাড়িতে এসে অনশন শুরু করেছেন । বিয়ে না করলে আত্মহত্যা করবেন বলেও হুমকি দেন

কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) আব্দুর রাজ্জাক সত্যতা নিশ্চিত করে বলেন, বর্তমানে মেয়েটি মুন্সিবাজার ইউপি চেয়ারম্যানের হেফাজতে রয়েছে। মেয়েটির পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। ১৯ তারিখ উনারা আসলে পারিবারিকভাবে বসে বিষয়টি মীমাংসা করা হবে।

মন্তব্য
* ইমেলটি ওয়েবসাইটে প্রকাশিত হবে না।