রাঙ্গামাটি: জেলাপ্রশাসকের কক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানার্থে ‘সংরক্ষিত চেয়ার’ স্থাপন করা হয়েছে রাঙ্গামাটিতে। জেলাপ্রশাসকের চেয়ারের পাশেই এই সংরক্ষিত চেয়ারটি স্থাপন করা হয়।
সোমবার (৪ সেপ্টেম্বর) সকালে জেলাপ্রশাসকের কক্ষে স্থাপিত সংরক্ষিত চেয়ারে বসে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা হাজী কামাল উদ্দিন এর শুভ সূচনা করেন। এ সময়ে জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার ইকবাল হোসেন চৌধুরীসহ রাঙ্গামাটিতে বসবাসরত বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।
এ সময় বীর মুক্তিযোদ্ধা ও আঞ্চলিক পরিষদ সদস্য হাজী কামাল উদ্দিন জেলা প্রশাসককে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘এটি আমাদের জন্য সম্মানের ও গর্বের।’
মুক্তিযোদ্ধা সংসদ রাঙ্গামাটি ইউনিটের ডেপুটি কমান্ডার ইকবাল হোসেন চৌধুরী বলেন, ‘বর্তমান জেলা প্রশাসকের এমন কার্যক্রম জেলার সকল মুক্তিযোদ্ধাদের সম্মানিত করেছে।’