30 Dec
30Dec

পৃথিবীতে ভূত আছে কি নেই, এই নিয়ে যুগে যুগে আলোচনা হয়েছে বারংবার। কিন্তু ভূত কি শুধু কল্পনাশক্তির দ্বারাই পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়েছে তা আজও আমাদের অজানা। এটি একবারেই অমীমাংসিত। আমরা ভূতের গল্প শুনে আসছি যুগের পর যুগ। কিন্তু নিশ্চিত হতে পারিনি ভূত আছে কি নেই। বার বার একটি প্রশ্নই থেকে গেছে- ভূত কি সত্যিই আছে?

তবে নিয়মিত প্যারানরমাল বেশকিছু গল্প বা কাহিনী আমাদের চারপাশে ঘটছে যা একেবারে ফেলে দিতে পারি না যে ভিত্তি নেই এসবের। কত জায়গায় কত প্যারনরমাল ঘটনা ঘটে। লাশ কাটা ঘরে কি ঘটেছে তাও অনেকের আগ্রহ সৃষ্টি করে সুতরাং আজ আমরা সে বিষয়ে গল্প শুনাতে চাই ফারজাদ এর কাছে।

ভিডিও দেখতে ক্লিক

মন্তব্য
* ইমেলটি ওয়েবসাইটে প্রকাশিত হবে না।