10 Sep
10Sep

১. প্রশ্ন: ইবাদত শব্দের অর্থ কি?

 উত্তর: চূড়ান্ত বিনয়- ভক্তি

২. ঈমান মানে কি? 

উত্তর: বিশ্বাস স্থাপন করা। 

৩. ঈমানের মৌলিক বিষয় কয়টি? 

উত্তর: ৬টি। 

৪. ইসলাম শব্দের অর্থ কি? 

উত্তর: অনুগত হওয়া বা আত্মসমর্পন করা। 

৫. ইসলামের ভিত্তি কয়টি?  

উত্তর: ৫টি।

৬. ঈমানের সর্বশ্রেষ্ঠ শাখা কোনটি?

উত্তর: লা ইলাহা ইল্লাল্লাহ্ অর্থাৎ আল্লাহ ছাড়া কোন মাবুদ নেই। 

৭. ঈমানের সব চেয়ে ছোট শাখা কোনটি? 

উত্তর: রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরানো।

 ৮. আল্লাহর প্রেরিত সর্ব শেষ নবী ও রাসুল কে? 

উত্তর: হযরত মুহাম্মদ (স:)। 

৯. হযরত মুহাম্মদ (স:) সর্ব শেষ নবী হওয়ার কথা কুরআনের কোথায় স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে? 

উত্তর: সূরা আহযাবের ৪০ নাম্বার আয়াতে।

১0. কেয়ামতের আলামতের বড় নিদর্শন কয়টি? 

উত্তর: ১0টি।  

মন্তব্য
* ইমেলটি ওয়েবসাইটে প্রকাশিত হবে না।