05 Jan
05Jan

নিউজার্সির একটি মসজিদের বাইরে এক ইমামকে গুলি করে হত্যা করা হয়েছে। নিহত ওই ইমামের নাম হাসান শরীফ। ৪ জানুয়ারি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

নিউ জার্সির একটি মসজিদের বাইরে বুধবার গুলিবিদ্ধ হওয়ার পর এক ইমাম মারা গেছেন। এই হত্যাকাণ্ডের কারণ এখনো স্পষ্ট নয়। নিউ জার্সির অ্যাটর্নি জেনারেল ম্যাথিউ প্ল্যাটকিন এক ব্রিফিংয়ে বলেছেন, হত্যাকাণ্ডের ঘটনায় তদন্ত চলছে। এখন পর্যন্ত কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশনের মুখপাত্র লিসা ফার্বস্টেইন বলেছেন, ‘হাসান শরীফ ২০০৬ সাল থেকে নেওয়ার্ক লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অফিসার ছিলেন। তিনি আরও বলেন, ‘আমরা তার মৃত্যুর খবর জানতে পেরে গভীরভাবে শোকাহত এবং তার পরিবার, বন্ধুবান্ধব এবং সহকর্মীদের প্রতি আমাদের সমবেদনা জানাচ্ছি।’

নেওয়ার্ক পাবলিক সেফটি ডিরেক্টর ফ্রিটজ ফ্রেজ এর আগে জানান, বুধবার সকালে ‘এক ব্যক্তিকে গুলি করার খবরে সাড়া দিয়েছে’ পুলিশ। কর্মকর্তারা নিশ্চিত করেছেন, গুলিবিদ্ধ ওই লোকটি ছিলেন ইমাম এবং ঘটনাটি একটি মসজিদের বাইরে ঘটেছে। এই ঘটনায় তদন্ত চলছে।

মন্তব্য
* ইমেলটি ওয়েবসাইটে প্রকাশিত হবে না।