05 Jan
05Jan


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে । আগামী ২২ ফেব্রুয়ারি শুরু হয়ে ২৯ শে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এ পরীক্ষা। গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ নুরুল আলমের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির এক সভায় সিদ্ধান্ত নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব মোহাম্মদ আলী রেজা বলেন ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ফেব্রুয়ারির ২২ থেকে ২৯ নির্ধারণ করা হয়েছে। ২২, ২৫ ২৭-২৮,৩৯ তারিখে ভিন্ন ভিন্ন ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তিচ্ছু শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন ১৪ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত

মন্তব্য
* ইমেলটি ওয়েবসাইটে প্রকাশিত হবে না।