16 Jan
16Jan

একটি অনুষ্ঠানে শিক্ষার্থীদের সঙ্গে আলাপকালে জানান এ আর রহমান ; ছোটবেলায় বেশকিছু কারণে অনেকবারই নিজেকে শেষ করে দিতে চেয়েছিলেন ভারতীয় জনপ্রিয় সংগীতশিল্পী এ আর রহমান। কিন্তু তার মায়ের পরামর্শে ওসব সিদ্ধান্ত থেকে সরে এসে নিজের জীবনকে সুন্দরভাবে গুছিয়ে নিয়েছেন এই গায়ক। ‘দ্য অক্সফোর্ড ইউনিয়ন ডিবেটিং সোসাইটি’র এক অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলেছেন এ আর রহমান। সেখানেই জানান, কীভাবে জীবনের ব্যর্থতার সম্মুখীন হতে হয় সেটি তার মা তাকে শিখিয়েছিলেন। আরও শিখিয়েছিলেন কীভাবে অন্ধকার সময় ও নেতিবাচক ভাবনা থেকে বেরিয়ে আসা যায়। কণ্ঠশিল্পী জানান, জীবনের একটা পর্যায়ে নানা ধরনের উল্টাপাল্টা খেয়াল আসত তার মাথায়।

এ আর রহমান ছোটদের সঙ্গে নিজের মায়ের দেওয়ার পরামর্শই ভাগ করে নেন । জানান, ছোটবেলায় অনেক সময় নিজেকে শেষ করে ফেলার ভাবনা এসেছে আমার মাথায়। সেই ভাবনা থেকে বেরিয়ে আসতে অনেক কষ্ট করতে হয়েছে তাকে। তিনি বলেন, ‘আমার মা বলেছিলেন, যখন আমি অন্যের জন্য বাঁচব তখন আর এসব ভাবনা আমার মাথায় আসবে না।’ তিনি মায়ের সেই উপদেশ এখনো ভোলেননি । সেই পরামর্শ মেনে নিজেকে শেষ করে ফেলার সেই কঠিনতম সিদ্ধান্ত থেকে মাথা থেকে একেবারে ঝেড়ে ফেলেন। এখনো প্রতিটি পদক্ষেপে মায়ের পরামর্শগুলো মেনে চলেন ।

এ আর রহমান মনে করেন, “স্বার্থপর না হয়ে অন্য কারো জন্য বাঁচলে সেটিকেই জীবন বলে। নিজের জন্য না ভেবে আশপাশের মানুষের কথা মানলে নেতিবাচক চিন্তাভাবনা কখনো মনকে প্রভাবিত করে না।’’

মন্তব্য
* ইমেলটি ওয়েবসাইটে প্রকাশিত হবে না।